ঈদে ঘরমুখো মানুষের চাপে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ব্যস্ততা বেড়ে গেছে । সারাদিন স্বাভাবিক থাকলেও মধ্যরাতে পাটুরিয়া ফেরিঘাটে বাড়তি যানবাহনের চাপ দেখা যায় । ফলে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নদী পারের অপেক্ষায় থাকা বাসের সারি পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার এলাকা ছাড়িয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাটুরিয়া ফেরিঘাটের দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) মুকতার হোসেন জানান, রাতে যানবাহনের চাপ এক সঙ্গে বেড়ে গেছে। এছাড়া ফেরিঘাটের চার নম্বর পন্টুন এলাকায় একটি ট্রাক আটকে যায়। পরে রেকারের সাহায্যে ওই ট্রাকটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উক্ত ঘটনার ফলে ফেরিঘাট এলাকায় আড়াই শতাধিক বাস আটকা পড়ে। তবে ব্যক্তিগত ছোট গাড়ির লাইন তেমন দীর্ঘ নয়। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৯টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর