সিরাজগঞ্জের বেলকুচিতে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১৫জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার খামারপাড়া গ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের কামারপাড়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত বাতাসী রাণী দাস (৬০) উপজেলার চন্দনগাতী গ্রামের মঙ্গলচন্দ্র দাসের স্ত্রী।
স্থানীয় সাংবাদিক জরুহুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লতিফ বিশ্বাসের বাড়িতে যাকাতের কাপড় নেয়ার জন্য শতশত নারী-পুরুষ ভীড় জমায়। কাপড় বিতরণ শুরু হলে সকলেই হুড়োহুড়ি শুরু করে। একদিকে প্রচন্ড গরম অন্যদিকে হুরোহুরিতে পড়ে গিয়ে পদদলিত হয়ে বাতাসী রানীসহ বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর বাতাসী রানী মারা যায়।
বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিল হামজা জানান, হাসপাতালে আনার পরই ওই নারীর মারা যায়। অন্য আহতদের মধ্যে একজনকে সিরাজগঞ্জ হাসপাতালে ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র আশানুর বিশ্বাস জানান, প্রচন্ড গরমের কারণে হিটস্ট্রোক করে ওই নারীর মৃত্যু হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, গরমের কারণে ওই নারী মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নেয়ার পরপরই সে মারা যায়। এ ঘটনায় এক মহিলা পুলিশ সদস্যসহ বেশকয়েকজন আহত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান