নওগাঁয় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। আজ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। মাদকসেবন, মাদক ক্রয়-বিক্রয় এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার