সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৪ উপজেলার কয়েকটি গ্রামে আজ উদযাপিত হলো ঈদুল ফিতর।দিনাজপুরের সদর, বিরামপুর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরল উপজেলার বেশ কিছু এলাকায় আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। এসব পরিবারের কয়েক হাজার মুসল্লিরা জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ঈমামতি করেন হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান। এখানে শতাধিক মুসল্লি এই ঈদ জামাতে অংশ নেয়।
অপরদিকে, শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিরামপুর উপজেলা আয়ড়া মাদ্রাসা মাঠ এবং খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু'টি জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১০ গ্রামের প্রায় দুইশ’ মুসল্লি নামাজ আদায় করেন।
খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের ঈমামতি করেন মো. দেলোয়ার হোসেন।বিরামপুর থানার ওসি আব্দুর সবুর বলেন, ঈদের জামাতে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া এবং বিরল উপজেলার বালান্দোর এলাকায় আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় বিভিন্ন উপজেলায় প্রায় দু'হাজার পরিবার সৌদি আরবের সাথে শুক্রবার ঈদ পালন করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার