কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় নিরা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছে। নিহত নিরা খামা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠখোলা কালীবাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় নিরা ও তার খালতো ভাই আবু হানিফাকে (১৪) পিছন দিক দিয়ে জলসিড়ি পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরার মৃত্যু হয়। গুরুতর আহত আবু হানিফাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল