পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে রাঙামাটিতে ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ঈদের জামাতের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটিতে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাঙামাটি শহরে ৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে তবলছড়ি থানা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে। এছাড়া শহরের রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে, আদালত প্রাঙ্গণ, ভেদভেদী আমানত বাগ মাঠ ও পুরানপাড়া সরকারী প্রাথমিক স্কুল মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শহরের সংশ্লিষ্ট সকল মসজিদের সমন্বয়ে ঈদ জামাতের স্থানগুলো নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুসল্লিদের অজু করার জন্য পানির ব্যবস্থাও করা হয়েছে। সর্বস্তরের মুসল্লিরা যাতে ঈদ জামাতের নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করতে পারেন তার জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এদিকে ঈদ-উল-ফিতরের জামাত উপলক্ষে প্যান্ডেলগুলোতে বিভিন্ন কলেমা খচিত রঙ্গিন পতাকা টাঙ্গিয়ে সুসজ্জিত করার হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার জানান, জেলা প্রশাসনের সিন্ধান্তানুযায়ী সকাল ৮টার থেকে সকাল ৯টার মধ্যে পুরো জেলায় পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষ করার সিন্ধান্ত গৃহীত হয়। তার মধ্যে তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে সকাল ৯টায়, বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের দিন শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে সতর্কাবস্থায় রাখা হবে। অনুরূপভাবে জরুরী অবস্থা মোকাবেলায় ফায়ার সার্ভিস, হাসপাতাল, কর্তৃপক্ষকে প্রস্তুত রাখা হবে।
পবিত্র ঈদ-উল-ফিতর যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কলেমা খচিত পতাকায় সড়ক সজ্জিত করা, আলোকসজ্জার ব্যবস্থা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে সকল হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল