অপহরণের ২ দিন পর মাদারীপুরের শিবচরের মোটরসাইকেল চালকের লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মাদক ও পটকা বিক্রিতে বাধা দেয়ায় এ হত্যাকান্ডর ঘটনা ঘটেছে।
জানা যায়, জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তোতা বেপারিকান্দি গ্রামের আনোয়ার বেপারি আয়নালের সাথে একই এলাকার মনির ফকিরের বিরোধ চলছিল। সম্প্রতি পটকা বিক্রিকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারন করে। কয়েকদিন আগে মনিরকে পুলিশ আটক করা নিয়ে আনোয়ারের উপর ক্ষুদ্ধ হয়। এ ঘটনার জের ধরে গত বুধবার রাতে মধ্যরাতে আনোয়ারকে কৌশলে মোবাইলে ফোন করে ডেকে নেয় মনির। এরপর থেকে নিখোঁজ ছিল আনোয়ার। গতকাল বৃহস্পতিবার পদ্মা নদীর একটি চর থেকে আনোয়ারের মোটরসাইকেলসহ ৪টি মটরসাইকেল উদ্ধার ও জব্দ করে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আনোয়ারের মৃতদেহ পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং এর চায়না প্রজেক্টের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথা ও গলায় ৩টি ধারালো অস্ত্রে আঘাতের চিহৃ রয়েছে। পরিবারের অভিযোগ মাদক ও পটকা বিক্রিতে বাধা দেয়ায় এ হত্যাকান্ডর ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার জেলার শিবচরের কাঠালবাড়ির আইয়ুব আলী বেপারির ছেলে।
শিবচর থানার এসআই আমির হোসেন বলেন, হত্যাকান্ডের শিকার আয়নালের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় তার নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছিল। সেই জিডির প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্থানে তার সন্ধান করছিলাম। পদ্মা নদীর চায়না প্রজেক্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও গলায় তিনটি ধারালো অস্ত্রের চিহৃ রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার