ফরিদপুরে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে গালিব মোল্লা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ দুপুরে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার তকি মোল্লা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ওই এলাকার বেকারি ব্যবসায়ী জুলিয়াস মোল্লার ছেলে গালিব টিভির এন্টিনার পাইপের ফাঁপা অংশে দেশলাইয়ের বারুদ ভরে বাজি তৈরি করছিল। দুপুর ১২টার দিকে বাজি বিস্ফোরিত হলে পাইপ বুকে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় গালিব। তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার