নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় প্রথম ও প্রধান জামাত এবং সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতিত্ব করবেন আলাইপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মফিজুর রহমান এবং দ্বিতীয় জামাতে ইমামতিত্ব করবেন কান্দিভিটুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এছাড়াও মল্লিকহাটি ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, এন এস সরকারী কলেজ মাঠ, বুড়া দরগার মাঠ, নীচাবাজার জামে মসজিদ, গাড়িখানা জামে মসজিদ মাঠ, কেন্দ্রিয় বাস টার্মিনাল মাঠসহ শহরের বিভিন্ন মসজিদ ও মসজিদ সংলগ্ন মাঠে একই সময় অনুসারে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বিঘ্নে ঈদুল ফিতর উদযাপনে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সুষ্ঠুভাবে ঈদ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিডি-প্রতদিন/১৫ জুন, ২০১৮/মাহবুব