গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ী ঢলে মনু নদী ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে গ্রাম প্রতিরক্ষা বাধ ভেঙে মৌলভীবাজারের কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৯টি ইউনিয়নের ১২টি স্থান ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে উজানের পানি এসে জেলা শহর প্রতিরক্ষা বাঁধে আঘাত হেনেছে। পাউবো জানিয়েছে, পানি আরও দেড় ফিট বৃদ্ধি পেলে বাঁধ উপচে অথবা ভেঙে শহর প্লাবিত হতে পারে।
সরেজমিনে দেখা গেছে, মনু প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থান দিয়ে বাঁধ চুঁইয়ে পানি প্রবেশ করছে। প্রতিরক্ষা বাঁধের উপর অবস্থিত রাস্তা ফেঁটে বুদবুদ দেখা দেয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ করে রেখেছে পুলিশ। ইতোমধ্যে শহরবাসীকে সতর্ক করে পৌর কর্তৃপক্ষ মাইকিং শুরু করছে।তাছাড়া, সেন্ট্রাল রোডের প্রায় পাঁচ ফুট উপরের স্তরে প্রতিরক্ষা বাঁধের ভেতরে পানি প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নদের নিকটবর্তী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। অনেকে আতঙ্কিত হয়ে দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার