সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১০টি গ্রামের ১শ' ৩০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকালে হরিণাকুন্ডুর বলফিল্ডের সামনে এই ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হরিণাকুন্ডুর দখলপুর গ্রামের রেজাউল ইসলাম।
দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে হরিণাকুন্ডুর চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসি, সিংঙ্গা, তৈলটুপি, দখলপুর ও পায়রাডাঙ্গা, কুলবাড়িয়াসহ ১০টি গ্রামের কয়েকটি পরিবার ঈদ উদযাপন করে আসছে।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল