ভোলায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় শহরের যোগীরঘোলস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ঈদগাহ মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদউল্ল্যাহ তাহেরি।
এছাড়া সকাল ৯টায় বাংলাবাজার ফাতেমা খানম মসজিদে ঈদের নামাজ আদায় করেন- বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, চরফ্যাশনে কেন্দ্রীয় ঈদগাহে উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং লালমোহনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিকে, ভোলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করেন- ভোলার জেলা প্রশাসক এবং ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌর কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজ সেবক, বিশিষ্ঠ ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় দেশবাসীর শান্তি সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন মুসল্লিরা।
বিডি প্রতিদিন/ এনায়েত করিম