ঠাকুরগাঁওয়ে সোমবার দুপুরে বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম নাজমিন আক্তার, বয়স ১৬ বছর। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কালমেঘ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঠাকুরগাঁও থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
নাজমিন আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি গ্ৰামের নাজিরুল ইসলাম মেয়ে।
বিডি প্রতিদিন/ ২৫ জুন ২০১৮/ ওয়াসিফ