টাঙ্গাইলের কালিহাতি ও ঘাটাইলে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও অন্তত ৪১ জন আহত হয়েছে। আহতদের ঘাটাইল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে কালিহাতীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ৫ জনের মৃত্যু হয় এবং আহত হয় অন্তত ৩০ জন। এদিকে বেলা ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধা জেলায়। তারা হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার গাবগাতি গ্রামের আঃ রহিমের ছেলে সাইদুর রহমান (৩৪), সদর থানার মিরপুর গ্রামের আব্দুলের ছেলে কালাম (৩৫), সাঘাটা থানার কদনীশহর গ্রামের ইব্রাহিম ব্যাপারীর ছেলে রফিকুল (৩৪), সাঘাটা থানার বরফখালি গ্রামের মৃত মহির শেখের ছেলে আবুল হোসেন (৬৫) ও তার ছেলে আব্দুর রাজ্জাক (২৬)।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, শ্রমিকরা ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌছলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে অন্তত ৩৫ ফিট নিচে পড়ে যায়। এতে ৩৫ জন যাত্রী মারাত্বক আহত হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ৫ জনকে মৃত্য ঘোষণা করে চিকিৎসক।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মনসুর আলী আরিফ জানান, কালিহাতী থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে অন্তত ৩৫ জন গুরুতর আহত লোক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যায়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে টাঙ্গাইলের ঘাটাইলের মগলপাড়া নামক স্থানে পিকআপ ভ্যান সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে একজন নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম খলিল ৩৫। নিহত খলিলুর রহমান (৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাং ডুবাইল এলাকার মৃত ময়নার ছেলে।
বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/হিমেল