গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী এলাকা থেকে শিবিরের সভাপতি আঙ্গুর মিয়া ওরফে সালমানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আশেক আলীর ছেলে।
সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জরমনদী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঙ্গুরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর