নড়াইলে ৩ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশের। এ সময় ২৩ পিস ইয়াবা ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানকালে সদর থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ পিস ইয়াবা, বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, লোহাগড়া থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে ৯ জন, কালিয়া থানায় ৪ রাউন্ড গুলি ও ১টি তরয়ারি উদ্ধারসহ মোট ৬ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান চলমান থাকবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন