সারা দেশে পালিত হচ্ছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকাল থেকে শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হচ্ছে।
'আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম প্রদক্ষেপ' এই শ্লোগানে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
লক্ষ্মীপুরে 'জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালিত হয়েছে। শোভাযাত্রা শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
ঝিনাইদহে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষকসহ অন্যারা বক্তব্য রাখেন।পরে মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরা শহরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা