সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষু সিং শহরের দরগাহ রোডের ভোলা সিংয়ের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসটি ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বাসের হেলপার বিষু সিং ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন