নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার।
এসময় জেলা মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার