পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. শামসুদ্দিন সৃজনের নির্মম মৃত্যুতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিবার শোকাহত।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সৃজন পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
শামসুদ্দিন সৃজন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন। তার পিতার নাম মো. ইমাম উদ্দিন সবুজ। সৃজনের বাডি ফেনী জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামে।
মঙ্গলবার সকাল ১০টায় নিহতের গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন হয়। দাফনকালে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা