গ্রাম আদালত সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভুমিকা’-শীর্ষক এক মতবিনিময় সভা ফরিদপুরে অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এরাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাম আদালত সর্ম্পকে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ইউএনডিপির কমিনিকেশন ও আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ, গ্রাম আদালতের জেলা ফ্যাসিলিটর আমিরুল ইসলাম খান, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে এ মতিবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন