রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাহার আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আতাহার আলী উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
নিহতের পরিবারের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, সকালে আতাহার আলী নিজ বাড়িতে অসাবধানতাবসত সাবমারসিবল মোটরের সংযোগের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন টের পেয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন