মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু ও নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মৃলেশ কান্তি মজুমদার, জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সহকারি শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডল, অসিম কুমার সরকার, এসআই আলাউদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল, প্রধান শিক্ষক হোসনেয়ারা হাসি এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৮/মাহবুব