মাদারীপুরের শিবচরে গাছের গুঁড়িচাপায় মফিজউদ্দিন (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মফিজউদ্দিন উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আলাউদ্দিন সরকারকান্দি গ্রামের মোতাহার মাতুব্বরের ছেলে।
স্থানীয় জানান, মাদবরেরচর ইউনিয়নের বেইলি ব্রিজ থেকে গাছের গুঁড়ি বোঝাই একটি ভ্যান বাখরেরকান্দি যাচ্ছিলো। ভ্যানটি উত্তর বাখরেরকান্দি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ভ্যানে থাকা গাছের গুঁড়ি ছিটকে পথচারী শিশুটির ওপর পড়ে। এতে গুঁড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক আগেই পালিয়ে যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার