রাজবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে রিমন শেখ (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
রিমন স্থানীয় কাজীবাধা এলাকার আতিয়ার শেখের ছেলে এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রিমন জানায়, সকালে ওই বিদ্যালয়ের মাঠে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার জন্য অনুশীলন চলছিল। তারা কয়েক বন্ধু মিলে দাঁড়িয়ে খেলা দেখছিল। একপর্যায়ে একটি গোল নিয়ে আছেল নামে বহিরাগত এক বখাটের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পড়ে আছেলসহ ৪-৫ জন এসে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় বন্ধুরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৮/হিমেল