বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় এদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
আজ বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।
প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মোরেলগঞ্জের কচুবুনিয়া এলাকায় মাদক বিক্রি হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সোমবার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৪ জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে। এছাড়াও তারা আর কোন অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার