বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় যাত্রীবাহী বাসের চাপায় হারুনুর রশিদ (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
হারুনুর রশিদ শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদেক আলীর ছেলে। এ ঘটনায় আাহত হয়েছে মোটরসাইকেল আরোহী একই উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আজারগাড়ী গ্রামের শহিদুল ইসলাম মধু (৩০)। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, বগুড়া থেকে জয়পুরহাটগামী সিঁথি এন্টারপ্রাইজ (বগুড়া-ব-৪৬২০) নামের বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই হারুন মারা যায়।
মোকামতলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট এমএ মুমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার