মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে নাটােরে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় আরো ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরুজ্জামান ভুঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, মসজিদের ইমাম ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৮/মাহবুব