পাবনার বেড়া উপজেলায় ছেলের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও আপন খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠলেও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকেই এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
বেড়া থানার অফিসার ইনচার্জ মোজ্জাফর হোসেন জানান, বুধবার ভোরে বেড়া উপজেলার নতুন ভারাঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের বুলি খাতুন (৪০), তার সন্তান তুষার হোসেন (১০) ও বুলির বোন মরিয়ম খাতুন নছিমনকে (৫০) গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহত বুলি খাতুনের ছেলে তুহিনের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনেন তুহিনের স্ত্রী রুনা আক্তার।
এ হত্যার ঘটনায় বুধবার রাতে নিহত বুলি ও মরিয়ম খাতুনের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেড়া মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে পলাতক আছে অভিযুক্ত বুলি খাতুনের ছেলে তুহিন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ আরো জানায়, অভিযুক্ত তুহিনকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে হত্যার মূল কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা