নাটোরে নিখোঁজ হওয়ার দুইদিন পর জহির উদ্দীন (৫৫) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ছাতনী বুড়িবটতলা এলাকার একটি পরিত্যাক্ত ডোবা থেকে ইজিবাইক চালকের লাশদেহ উদ্ধার করা হয়। জহির শহরের তেবাড়িয়া এলাকার ফকির মন্ডলের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ নিহত জহিরের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন জহির। বুধবার দিনভর পরিবার ও আত্মীয়স্বজন জহিরের খোঁজ করে। বৃহস্পতিবার সকালে ৮টার পর ছাতনী বুড়িবটতলা সংলগ্ন একটি পরিত্যাক্ত ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে মৃতদেহটি নিখোঁজ ইজিবাইক চালক জহিরের বলে নিশ্চিত হয়। ধারনা করা হচ্ছে ইজিবাইকটির জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ওসি আরো জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা হওয়া সাপেক্ষে তদন্ত করে হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৮/হিমেল