নাটোরে মাদক পাচার মামলায় দুই যুবককে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মে ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় সেখান থেকে ৪০ হাজার ইয়াবাসহ সেলিম শেখ ও হাসান নামের দুই যুবককে আটক করে তারা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার বিচারক উভয়কে ১৫ বছর করে কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
বিডি প্রতিদিন/ফারজানা