সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের শাহ আলম (২৪) এর পরিবারে শোকের মাতম চলছে। দরিদ্র দিনমজুর সায়েন উদ্দিন মোল্যা ধারদেনা এবং এনজিও থেকে ঋণ নিয়ে তার বড় ছেলে শাহ আলমকে ১০ মাস আগে সৌদি পাঠিয়েছিলেন। কিন্তু লালিত সে স্বপ্ন অধরাই থেকে গেল। গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত হন শাহ আলম। বিদেশ যাওয়ার আগে তিনি দিনমজুরি করে সংসার চালাতো।
নিহতের পিতা সায়েন উদ্দিন মোল্যা জানান, তার নিজের কোন জমি নেই। পরিবার পরিজন নিয়ে বসবাস করেন অন্যের জমিতে। অভাব থেকে মুক্তির আশায় ধার-দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে বড় ছেলে শাহ আলমকে সৌদি পাঠান। সেই ছেলেও মারা গেল। ১০ মাস প্রবাসে থাকলেও পরিবারের জন্য একটি টাকাও পাঠাতে পারেননি তিনি। লাশ কবে আসবে তা এখনো জানা যায়নি। সেখানে শাহ আলম নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শাহ আলমের মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে শোকে হতবিহবল হয়ে পড়েছেন পরিবারসহ এলাকার মানুষ।
এ বিষয়ে জেলা প্রশাসক আতিকুর রহমান নিহত শাহা আলমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়া সাপেক্ষে মরদেহ আনার বিষয়ে যথাযথ সহযোগিতার করা হবে।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৮/মাহবুব