পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগিয়ে ইউনুস মোল্লা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। সে রফিক মোল্লার ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরাতাহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার