বগুড়ার আদমদীঘি উপজেলার মুড়ইল জয় ফিলিং স্টেশনের পাশে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার রাতের এই সড়ক দুর্ঘটনায় সিএনজির যাত্রী রেহেনা বেগম আহত হয়েছেন।
জানা যায়, নওগাঁগামী একটি ট্রাক ঘটনাস্থলে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের প্রথম আদমদীঘি সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানন্তর করার পরামর্শ দেন। তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে সিএনজি চালক আব্দুর রশিদ (৫০) মারা যায়।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান জানান, আব্দুর রশিদ আদমদিঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই সাহানাপাড়ার মৃত গোলাম আলীর ছেলে এবং আহত সিএনজি যাত্রী মুড়ইল পূর্ব পাড়ার আরিফ হোসেনের স্ত্রী রেহেনা বেগম (৪৫) বর্তমানে বগুড়ার শজিমেকে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে একই রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা গ্রামের নিকট একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে বিদ্যুতের পোল, গাছ ভেঙে উল্টে গিয়ে বাড়িতে ডুকে পড়ে। তবে ওই ট্রাকের চালক ও হেলফারের কোন ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার