নড়াইলের নড়াগাতী থানার খামার গ্রামের পাটক্ষেত থেকে আহাদ মল্লিক (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহাদ মল্লিক (৩২) উপজেলার আইচপাড়া গ্রামের সুলতান মল্লিকের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন