চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে নিকটাত্মীয়দের কোদালের আঘাতে সেরেগুল হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সেরেগুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই মকবুল হোসেন জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত বরকত আলীর ছেলে সেরেগুল হোসেন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর এলাকার হাজরাহাটি গ্রামে যায়। সেখানে তার নিকটাত্মীয় আবু তালেব বাড়ি তৈরির কাজ করছিল। ওই গ্রামে সেরেগুল হোসেন জমির ভাগ পাবেন। এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু তালেবের লোকজন কোদাল দিয়ে আঘাত করে সেরেগুল হোসেনকে। কোদালের আঘাতে গুরুতর আহত হয় সেরেগুল। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেরেগুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার ভেড়ামারার কাছে পৌঁছালে মারা যান সেরেগুল।
বিকেলে লাশ নিয়ে আসা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি। ঘটনার পর থেকে এলাকার বেশ কয়েকজন গা ঢাকা দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার