নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন মো: ইউসুফ, আলী হোসেন, রিপন ও শহিদ উল্যাহ। তাদের কাছ থেকে ১৪৮ পিছ ইয়াবা ও ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) আবুল খায়ের জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর