ফরিদপুর থেকে রাজবাড়ী জেলায় প্রতিদিন তিন বেলা ট্রেন চালুর দাবিতে শুক্রবার সকালে ফরিদপুর স্টেশনের প্লাটফর্মে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সমাবেশে বক্তারা বলেন, সকাল, দুপুর ও রাত এ তিন বেলা ট্রেন চালু করলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি ফরিদপুরবাসী তথা দূর দুরান্ত থেকে আসা যাত্রীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে। দীর্ঘ ১৮ বছর আগে বিএনপি আমলে এ অঞ্চলের ট্রেন বন্ধ করে দেয়া হয়েছিল। বর্তমান সরকার একটি ট্রেন দিয়ে ফের যোগাযোগ ব্যবস্থা চালু করলেও তা চাহিদার তুলনায় একেবারেই কম। প্রতিদিন প্রচুর যাত্রী হয়। কিন্তু ট্রেন কম থাকায় যাত্রীরা চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যাত্রীদের কথা বিবেচনা করে কমপক্ষে ৩টি ট্রেন চালু করা এখন সময়ের দাবি।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র ফরিদপুর জেলা শাখার সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক, সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, কৃষক নেতা আতাউর রহমান কালু, মান্নান ফকির, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি মাসুদ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়।
বিডি প্রতিদিন/ফারজানা