বাগেরহাটের মোরেলগঞ্জে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টার দিকে কাঠালতলা গ্রামের মোশা কাজীর বাড়ি থেকে পুলিশ এসব জব্দ উদ্ধার করে।
থানার ওসি ঠাকুর দাস মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হামেজ কাজীর ছেলে মাদক ব্যবসায়ী মোশা কাজীর (৩৫) বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায়। পুলিশ তার ঘরে তল্লাশী করে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা ও বাটখারা উদ্ধার করে।
থানার ওসিসহ এএসআই শরিফুল, আজাহারুল, তৈয়বুর, কনস্টেবল রাহুল ও সুদিপ এই অভিযানে অংশ নেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গাঁজার অর্থমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা