টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঝলমল রানী (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার করে স্বামী প্রাণকৃষ্ণ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ঝলমল শেরপুর জেলার নালিতাবাড়ীর উপজেলার সন্যাভিটা গ্রামের প্রাণকৃষ্ণে স্ত্রী।
শুক্রবার ভোরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের সোহাগপাড়া গৌর মার্কেট এলাকার ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, স্বামী-স্ত্রী, দুই কন্যাকে নিয়ে সোহাগপাড়ার ভাড়া বাসায় থেকে মির্জাপুরের ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্রুপ ফ্যাক্টরিতে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোর ৬টার দিকে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে প্রাণকৃষ্ণ পালিয়ে যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন