খুলনার কয়রায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দীন বাবু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
তিনি উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের কাদের ঢালীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে হেলাল উদ্দীন মোটরসাইকেলযোগে কয়রা সদরে আসার পথে বামিয়ায় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলে থাকা রোকন ঢালী (২৬) ও বাসযাত্রী আশা লতা (৬০) ও হান্নান বিশ্বাস (৩২) আহত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন