সাতক্ষীরায় রোলারবাহী ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যান চালক মনিরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলতলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, মনিরুল ইসলাম পারলিয়া বাজারে শুক্রবার দুপুরে ইঞ্জিন ভ্যান নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পারুলিয়া ব্রীজের দক্ষিণপাশে কালিগঞ্জগামি একটি রোলারবাহী ট্রাক (সিলেট-শ-১১-০০৫১) পিছন দিক থেকে ধাক্কা মারে। ভ্যানটি দুমড়ে মুচড়ে উল্টে গেলে মনিরুল মারাত্মক জখম হয়। জরুরী ভিত্তিতে সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মনিরুলকে মৃত ঘোষণা করে। ক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান