বগুড়ার ধুনটে মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার খোকশাবাড়ী গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৫২), জোব্বার আকন্দের ছেলে জহুরুল ইসলাম (৪৮) ও মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ব্রম্মগাছা গ্রামের আব্দুল বারি শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার খোকশাবাড়ী গ্রামের বজুর আলী শেখের পুত্র আব্দুস সামাদ কয়েক জনকে আসামি করে একটি জিআর মামলা দায়ের করে। ঐ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে বৃহস্পতিবার রাতে আব্দুস সাত্তার, জহুরুল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
অপর দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর আলমকে উজাল শিং এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে থানা হাজত থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন