কুমিল্লায় ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে জিসান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার জেলার দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার ছেলে।
শিশু জিসানের পারিবারিক সূত্রে জানা যায়, শিশু জিসান বাড়ির পাশের খালের উপর রেলিংবিহীন একটি ব্রিজে খেলা করছিল। এসময় সে অন্যান্য শিশুর অগোচরে সে ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে স্থানীয়রা ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম এ সালাম পানিতে ডুবে ওই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান