বাগেরহাটের ফকিরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের মিত্রডাঙ্গার আব্দুস সামাদ নামের এক ব্যক্তির বাড়িতে গোপন বৈঠক চলাকালে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তারা হলেন, জামায়াত ইসলামীর ফকিরহাট উপজেলার সাবেক নায়েবে আমির মওলানা ইউনুস আলী (৭০), ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শেখ ফরহাদ হোসেন (২৬)। শেখ হাবিবুর রহমান (৭৫), গোলাম হোসেন পাটোয়ারী (৫০), আব্দুর রহমান সরদার (৩০), মতলেব শেখ (৫৫), আব্দুল্লাহ শেখ (৩৩), শেখ ইদ্রিস আলী (৪৫) ও আব্দুস সামাদ (৩৩)। এরা সবাই জামায়াতের কর্মী। এদের বাড়ি ফকিরহাট উপজেলার বিভিন্ন গ্রামে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, ফকিরহাট উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে জামায়াত ছাত্র শিবিরের একদল নেতাকর্মী সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের মিত্রডাঙ্গার আব্দুস সামাদের বাড়ি জড়ো হয়ে নাশকতা পরিকল্পনার বৈঠকে মিলিত হয়। ওই নাশকতা পরিকল্পনার বৈঠকের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে শিবির ও জামায়াতে বর্তমান সাবেক নেতাসহ ৯ জনকে গ্রেফতার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান