দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ ৩০ জন বাস যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীর বেজাই বাজিতপুর নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত বাসযাত্রী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী মোছা: মুনজারা খাতুন(৩৮)।
আহতদের মধ্যে ওই ট্রাকের হেলপার জনি চক্রবর্তী (৩৬) ও বাসযাত্রী শিশু প্রিয়া (৮) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীর বেজাই বাজিতপুর নামক স্থানে একটি গরুকে সাইড দিতে গিয়ে আরিজা পরিবহন যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এক নারী নিহত হয়। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে ঘটনার পর ফুলবাড়ী ইউএনও আব্দুস সালাম চৌধুরী, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ঘটনাস্থল ও উদ্ধার তৎপরতা পরিদর্শন করেন।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান