ভোলার চর খলিফা এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারী চালিত বোরাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় রিয়ান নামে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ও বোরাকের আরো ৫ জন যাত্রী।
শুক্রবার সন্ধ্যায় ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কালা পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রিয়ান দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নরে ৫ নং ওয়ার্ডের বাসিন্দা জিহাদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান. বোরাকটি উপজেলার মিয়ার হাট এলাকা থেকে যাত্রী নিয়ে চর পাতা যাচ্ছিল। ওই সময় কালা পোল এলাকার কালা পোল থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রন হাড়িয়ে পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।
দৌলতখান থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান