শিরোনাম
১৬ আগস্ট, ২০১৮ ১৪:২৯

নাটোরে প্রভিডেন্ড ফান্ডের টাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন দিলো সুগার মিল

নাটোর প্রতিনিধি:

নাটোরে প্রভিডেন্ড ফান্ডের টাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন দিলো সুগার মিল

ঈদুল আযহাকে সামনে রেখে বেতন পরিশোধে নাটোর সুগার মিলের কোন উদ্যোগ না থাকায় এবার নিজেদের প্রভিডেন্ড ফান্ডের টাকা থেকে বেতন নিলেন প্রতিষ্ঠানটির সাড়ে ৭ শতাধিক শ্রমিক-কর্মচারী।

বৃহস্পতিবার সকালে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ২ কোটি ৪০ লাখ টাকা বেতন হিসেবে বিতরণ করে মিল কর্তৃপক্ষ। 

জানা যায়, বর্তমানে আর্থিক সংকটে রয়েছে নাটোর সুগার মিল। এপ্রিল থেকে জুন পর্যন্ত  চার মাস ধরে বেতন পান না শ্রমিক কর্মচারীরা। বেতন পরিশোধে বিলম্বের কারণে বেতনের বদলে চিনি নিতে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের অনুরোধ করেছিল দুই মাস আগে। শর্ত ছিলো চিনির দামের ৫% কমিশন দিতে হবে চিনির ক্রেতাকে। মিলের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে চার মাস বেতন নেননি প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। 

নাটোর সুগার মিলেন ব্যবস্থাপক (প্রশাসন) শহীদুল্লাহ বলেন, ‘আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারায় মিলের শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড ব্যবহার করা হয়েছে। ফান্ড থেকে নেয়া ২ কোটি ৪০ লাখ টাকা প্রাপ্তিসাপেক্ষ শ্রমিকদের প্রভিডেন্ড ফান্ডে জমা দেয়া হবে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর