১৬ আগস্ট, ২০১৮ ১৪:৫১

লালপুরে দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার ও ঢেউ টিন বিতরণ

নাটোর প্রতিনিধি:

লালপুরে দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার ও ঢেউ টিন বিতরণ

নাটোরের লালপুরে গরীব, দুঃস্থদের শুকনা খাবর ও  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারকে গৃহ নির্মাণ ব্যায় বাবদ মুজুরীর চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লালপুৃর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলার ৩৪০ জন গরীব ও দুঃস্থ পরিবারকে শুকনা খাবর ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারকে গৃহ নির্মাণ ব্যায় বাবদ ৩ হাজার টাকার চেক ও ১০ বান ঢেউ টিন বিতরণ করা হয়। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুকনা খাবার, চেক ও ঢেউ টিন বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, লালপুর থানা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধিজনার উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর