র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ইয়াং ওমেন খ্রিস্টান এসোসিয়েশনের (ওয়াইডব্লিউসিএ) আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে ‘সেইফ স্পেসেস ফর ইয়ুথ’ শ্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন রোডের ওয়াইডব্লিউসিএ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বরিশাল ওয়াইডব্লিউসিএ সহসভানেত্রী শোভা মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের মো. ওবায়দুল্লাহ।
সভায় বক্তারা উপস্থিত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন